সম্মানিত স্যার,
শিক্ষক বাতায়নের পক্ষ থেকে শুভেচ্ছা। ২০৪১ স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও সমস্যা সমাধানে আগ্রহী করে গড়ে তুলতে বিগত ০৬-০৮ ফেব্রুয়ারি, ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এটুআই, আইসিটি ডিভিশন ও code.org একঘণ্টা ব্যাপী কোডিং ক্যাম্পেইন ‘Hour of Code: Bangladesh’ আয়োজন করছে।
কম্পিউটারে খেলার ছলে কোডিং সম্পর্কে জানতে এবং শিক্ষার্থীদের এ বিষয়ে আগ্রহী করে গড়ে তুলতেই মূলত সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ -দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কোডিং ক্যাম্পেইন আয়োজন করার হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক চাহিদা থাকায় এই ইভেন্টটি আমরা পুরো ফেব্রুয়ারি- মার্চ মাস জুড়েই আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোডিং ক্যাম্পেইনে যুক্ত হওয়ার নির্দেশনা ও বিশদ বিবরণ জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
১/ Hour of Code সংক্রান্ত যেকোনো প্রশ্নে নিচের লিংকে প্রবেশ করার জন্য জন্য অনুরোধ করা যাচ্ছে।
২/ সকলকে নিচের গুগল ফরমটি ফিলাপের জন্য অনুরোধ করা হচ্ছে।
আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
Teachers' Portal
a2i Programme, ICT Division
IDB Bhaban, E-18/A, Begum Rokeya Sarani, Agargaon, Dhaka-1207Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS